প্রামাণ্যচিত্রে আমার সোনার বাংলা


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে জাতীয় সংগীত নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘আমার সোনার বাংলা’র নির্মাণ কাজ। বাংলাদেশ সরকারের অনুদান সহায়তায় এবং দৃশ্যকার ফিল্মস-এর প্রযোজনায় প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছেন নির্মাতা মৃদুল মামুন।

জানা গেছে, এটার দৃশ্যধারণ শুরু হবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর সাক্ষাৎকারের মাধ্যমে। প্রথম ধাপে আরও কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার থাকবে।

এর নির্বাহী প্রযোজক সুব্রত পাল জানান, প্রথমদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ এবং ভারতের রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খঘোষের সাক্ষাৎকার থাকবে।

বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ঘোষণার দীর্ঘ ৪৪ বছর পর প্রথমবারের মতো নির্মিত হচ্ছে গানটি নিয়ে একক কোনও চলচ্চিত্র। তথ্যচিত্রটির দৈর্ঘ্য হবে ৪০ মিনিট।

আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এর পরিচালক।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।