তথ্য অনুসন্ধানে সাংবাদিকদের হতে হবে আন্তরিক


প্রকাশিত: ০৩:২০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বর্তমানে প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে গণমাধ্যমের বহুমুখিতা সাংবাদিকতায় নতুন ধারার সূচনা করেছে। তাই তথ্য অনুসন্ধানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, সাহসী ও আন্তরিক হতে হবে।

সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ এবং গঠনমূলক সমালোচনা যেমন রাজনৈতিক নেতৃত্বকে উৎসাহিত করে তেমনি অসত্য, তথ্য বিবর্জিত সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। সাংবাদিকদের নিরপেক্ষতার প্রশ্নে আপসহীন কিন্তু মানুষের অধিকার এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য দায়িত্বশীল হতে হবে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে যে কোনো সাম্প্রদায়িকতা এবং অশুভ শক্তির বিরুদ্ধে  সাহসিকতার সঙ্গে কলম সৈনিকদের কাজ করতে হবে। প্রেসক্লাবের সদস্যদের দাবি অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য খুলনা প্রেসক্লাবের উন্নয়নের একটি প্রস্তাবনা প্রস্তুত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তবে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। রেললাইন এবং মংলাপোর্টের আধুনিকায়নের কাজও চলমান। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে চলমান উন্নয়নের এ অগ্রযাত্রায় সাংবাদিকদেরও লেখনির মাধ্যমে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তিনি।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক শেখ আবু হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, প্রবীণ সাংবাদিক মনিরুল হুদা, ওয়াদুদুর রহমান পান্না, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এসএম জাহিদ হোসেন প্রমুখ।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।