নিত্যদিনের খরচ মেটাতে ক্রেডিট কার্ডে ঝুঁকছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

নিত্যদিনের খরচ মেটাতে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীলতা বেড়েছে। ডিসেম্বরে দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা দেখলেই তা স্পষ্ট হয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে সেখানের পরিবারগুলোর ওপর চাপ বেড়েছে। কারণ নিয়মিত আয় দিয়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। খবর ব্লুমবার্গের।

যুক্তরাষ্ট্রের হাউজহোল্ড প্লাস সার্ভের প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে, ডিসেম্বরে ব্যয় মেটাতে ৩৫ শতাংশের বেশি পরিবার ক্রেডিট কার্ড ব্যবহার করেছে, যা নভেম্বরের ৩২ শতাংশের চেয়ে বেশি। ২০২১ সালের এপ্রিলে এই হার ছিল মাত্র ২১ শতাংশ।

তাছাড়া অবসর অ্যাকাউন্টসহ সঞ্চয় থেকে অর্থ ব্যয় বাড়ে জুনে। এরপর থেকে এই প্রবণতা অব্যাহত থাকে। রেকর্ড মূল্যস্ফীতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি এক্ষেত্রে
কিছু ভিন্ন চিত্র দেখা গেলেও বেড়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার।

মর্নিংস্টার এর ব্যক্তিগত অর্থের পরিচালক ক্রিস্টিন বেঞ্জ বলেছেন, এই দ্বৈত প্রবণতা থেকে বোঝা যাচ্ছে গ্রাহকরা তাদের সঞ্চয় শেষ করে ফেলেছে।

ক্রিস্টিন বেঞ্জ বলেন, ভোক্তরা নিত্যদিনের চাহিদা মেটাতে অন্যান্য নন-ওয়ার্কিং আয়ের উৎসের ওপর নির্ভরশীল হচ্ছে।

অর্থনৈতিক নীতির পরিচালক শাই আকাবাস বলেছেন, মূল্যস্ফীতির পাশাপাশি অর্থের বিকল্প উৎসের ওপর পরিবারের ক্রমবর্ধমান নির্ভরতাকে ফেডারেল সরকারের আর্থিক সহায়তা কমানোকে দায়ী করা যেতে পারে।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।