সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৯ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা
ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালালেন সাবেক প্রেসিডেন্টের সমর্থকেরা। সংঘবদ্ধ হয়ে রাষ্ট্রপতি ভবন আক্রমণ করেন তারা। এ সময় ঘিরে ফেলা হয় ব্রাজিলের কংগ্রেস ও সুপ্রিম কোর্টও। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকদের এই হামলা ফিরিয়ে দিয়েছে দু’বছর আগের যুক্তরাষ্ট্রের স্মৃতি। মার্কিন ক্যাপিটাল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি এভাবেই হামলা চালিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা।
সবুজ হয়ে উঠছে মক্কা-মদিনার পাহাড়-পর্বত, ভিডিও ভাইরাল
যা আগে কখনো কল্পনাও করা হয়নি, ঠিক তাই দেখা গেলো। যেখানে ছিল না প্রাণের অস্তিত্ব, ছিল শুধু ধূসর মরুভূমি। এখন সেখানে দেখা যাচ্ছে সবুজের সমারোহ। ভরে গেছে গাছ, লতা-পাতায়। পশ্চিম সৌদি আরবে অর্থাৎ মক্কা-মদিনার পাহাড়-পর্বতের অবিশ্বাস্য-নজিরবিহীন এই ছবি ধরা পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ক্যামেরায়।
দিল্লিতে ১৫ জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা
ভারতের রাজধানী দিল্লিতে তীব্র শীতের কারণে সব বেসরকারি স্কুল ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্যটির শিক্ষা বিভাগ। এসময়ে সরকারি স্কুলগুলোও বন্ধ থাকবে। শীতকালীন ছুটি শেষে অধিকাংশ স্কুল আজ (৯ জানুয়ারি) থেকে খোলার কথা ছিল।
ফেব্রুয়ারিতেই চালু হতে পারে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন
ধৃমল দত্ত, কলকাতা: আগামী ফেব্রুয়ারি মাসেই চালু হতে পারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল)। ১৩০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৩৭৭ কোটি রুপি। পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে আন্তর্জাতিক পাইপলাইনটি। এটি দিয়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে নুমালীগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) জ্বালানি তেল যাবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পার্বতীপুর ডিপোতে।
শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল
গত সপ্তাহে হওয়া ভারি বৃষ্টিপাতের পর শতাব্দীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল। এরই মধ্যে শত শত মানুষকে বন্যাকবলিত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জানা যায়, গত সপ্তাহে পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এলির প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। এর পরই সেখানে ভয়াবহ বন্যা দেখা দেয়, যাতে বহু রাস্তা-ঘাট, বাড়ি-ঘর পানিতে ডুবে যায়।
২০২৪ সালের নির্বাচনে হেরে যেতে পারেন ঋষি সুনাক: রিপোর্ট
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার ১৫ কেবিনেট মন্ত্রী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানোর ঝুঁকিতে রয়েছেন। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনের তথ্য বলছে, প্রধানমন্ত্রী সুনাক, উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব ও স্বাস্থ্যমন্ত্রী স্টিভ বার্কলেসহ শীর্ষ টোরি নেতারা ২০২৪ সালে প্রত্যাশিত নির্বাচনে হেরে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন।
ইসরায়েলে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ
ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়েছে। ইসরায়েলের নতুন কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন-গাভির দেশটির পুলিশকে পাবলিক প্লেস থেকে ফিলিস্তিনের পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন। রোববার (৮ জানুয়ারি) তিনি এ নির্দেশ দেন।
আফ্রিকায় নির্বাচনের ব্যস্ততম বছর ২০২৩
আফ্রিকায় ব্যালট বাক্সের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা একসময় দুঃসাধ্য ছিল। ষাট, সত্তর বা আশির দশকে মহাদেশজুড়ে একদলীয় শাসন প্রচলিত ছিল। সে সময় নতুন নেতারা অভ্যুত্থান ঘটানো, পূর্বসূরিদের মৃত্যু বা অভিজাতদের সঙ্গে চুক্তির মাধ্যমে ক্ষমতায় বসতেন।
যুক্তরাষ্ট্রে দুগ্ধ খামারে আগুন, মাখনে ভরে গেলো ড্রেন-খাল
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি দুগ্ধ খামারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও দুগ্ধজাত পণ্য মাখন দিয়ে ভরে গেছে আশপাশের ড্রেন ও খাল। উইসকনসিন প্রাকৃতিক সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার পোর্টেজ কাউন্টির একটি খামারে আগুন লাগে। এতে ২০ গ্যালন মাখন স্ট্রম ড্রেনের মাধ্যমে সংলগ্ন খালে গিয়ে পড়ে।
অতীতের ভুল শোধরাতে মরিয়া জার্মানি
বেশিরভাগ সময় মানুষ সংকটে পড়লে তা থেকে উত্তরণে অতীতের ভুল সংশোধনের পথ খোঁজে। একই অবস্থা জার্মানিরও। ইউক্রেন যুদ্ধের ধাক্কায় সংকটাপন্ন দেশটির শিল্প-বাণিজ্য জগৎ জ্বালানির ক্ষেত্রে রাশিয়ার ওপর অতিরিক্ত নির্ভরতা কাটানোর উপায় খুঁজছে মরিয়া হয়ে।
কেএএ/এমএস