তরুণ নির্মাতাদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বাংলাদেশের উন্নয়নশীল খাতগুলোতে তরুণ নির্মাতাদের নিয়ে ৩ দিনের কর্মশালার মাধ্যমে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছে এসএনভি ও ইনলিভেন। কর্মশালা শেষে প্রথমস্থান অধিকারিকে ৫০ হাজার টাকা প্রাইজমানিসহ ৩টি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচিত্রকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
আজ বুধবার, ২৪ ফেব্রুয়ারি জতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এনলিভেন সিনেমা ক্লাব আয়োজিত ইয়ং ফিল্মমেকার ইন ড্লেপমেন্ট সেক্টরের সমাপনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তরুণ নির্মাতারা ছাড়াও বক্তব্য রাখেন আইইউবির ফেকাল্টি ও এসএনভি বাংলাদেশের অ্যডভোকেসি এন্ড কমিউনিকেশন অ্যাডভাইজার জেরিন জেবা খান ও এনলিভেনের প্রতিষ্ঠাতা আদনান কবির।
তরুণ নির্মাতারাই দেশীয় চলচিত্রে অমূল পরিবর্তন আনবে। তবে তাদেরকে যথাযতভাবে প্রশিক্ষণ ও সুযোগ সৃষ্টি করে দিতে হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জেরিন জেবা খান বলেন, যুবকরাই দেশের ও সমাজের পরিবর্তন আনতে পারে। তবে তাদেরকে সুযোগ দিতে হবে। ইনলিভেনের সাথে যুবকদের উন্নয়নশীলর খাত নিয়ে চলচিত্রের মাধ্যমে দেশের জাগরণ সম্ভব। তবে উন্নয়নশীল খাতে সচেতনাবৃদ্ধি ও উন্নতমানের চলচিত্র নির্মানের জন্য শুধু মাত্র এনজিও বা বেসরকারী প্রতিষ্ঠান নয়, সরকারকেও এগিয়ে আসতে হবে।
এনলিভেনের প্রতিষ্ঠাতা আদনন কবির বলেন, অনেক প্রতিবন্ধকতার মধ্যেও এ কর্মশালা শেষ হয়েছে। তবে আগামি বছরগুলোতে এর পরিসর বড় করার মাধমে আরো নির্ভুলভাবে কাজ করা হবে। উল্লেখ, নেদারল্যন্ড ভিত্তিক এনজিও প্রতিষ্ঠান এসএনভি দীর্ঘ ৫০ বছর ধরে ৩৮টি দেশে কাজ করছে। বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিগত ৬ বছর ধরে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে তরুণদের নিয়ে চলচিত্র বিষয়ক কর্মশালা ও নির্মান এই প্রথম।
এ কর্মশালায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্রাক বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজ, পাঠশালা, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিভারেল আর্টস বাংলাদেশসহ মোট ১৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এএস/এলএ/পিআর