আবারো ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল


প্রকাশিত: ১১:০২ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ৭মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর হিমালয়ান টাইমসের।

দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী কেন্দ্র (এনএসসি) বলছে, চৌতারার সিন্ধুপালচকের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পনটির কেন্দ্র ছিল। এর আগে দেশটিতে রোববার বেলা ‌১২টার দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিক্ম্প আঘাত হানে।

গত বছরের ২৫ এপ্রিল শক্তিশালী ভূকম্পনের পর দেশটিতে বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে। বুধবারের কম্পন নিয়ে চলতি মাসেই তৃতীয়বারের মতো আফটার শক অনুভূত হলো।

এছাড়া ২৫ এপ্রিলের ওই কম্পনে দেশটিতে ৯ হাজার মানুষের প্রাণহানির পর অন্তত চারশ ৩৫ বার আফটার শক অনুভূত হয়েছে। এদের সবগুলোই ৪ মাত্রার ওপরে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।