বইমেলা চললো ৫০ মিনিট
ঝড়ের কারণে নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর শুরু হওয়া বইমেলা শেষ হয়েছে সাড়ে ৬টায়। বিকেল ৫টা ৪০ মিনিটে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় মেলা। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় আবার বন্ধ করে দেয়া হয় মেলার বিকিকিনি।
মূলত বিদ্যুত সংযোগ দেয়া যায়নি বলেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বৃষ্টিতে মেলার বিদ্যুত সংযোগে পানি লেগে যাওয়ায় বিদ্যুতের সংযোগ দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে দুপুরে বৃষ্টির কারণে মেলার উভয় অংশেই পানি জমে যায়। এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার দরুণ নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর মেলায় দর্শনার্থীদের প্রবেশের সুযোগ দেয়া হয়।
এমএইচ/এসএইচএস/এবিএস