বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা
প্রাকৃতিক দুর্যোগের কারণে অমর একুশে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।
দুপুরে শিলা বৃষ্টির কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে অমর একুশে বইমেলা। পানি নিষ্কাশন ও পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে মেলা। মেলা কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
সরেজমিনে মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশ ঘুরে দেখা গেছে, দুপুর পৌনে ১২টার শিলা বৃষ্টিতে মেলার ভেতরের অধিকাংশ জায়গায় পানি জমে গেছে। তাছাড়া বৃষ্টির পানির সাথে ঝড়ে গাছের পাতা ঝরে পড়ে মেলার পুরো অংশই কর্দমাক্ত হয়ে গেছে। মেলা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ঝড়ের কারণে আপাতত মেলা বন্ধ রেখেছে।
অমর একুশে বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ জাগো নিউজকে বলেন, ঝড়ের কারণে আপাতত মেলা বন্ধ রাখা হয়েছে। পানি নিষ্কাশন ও সংস্কারের পর বিকেলের দিকে বইমেলা আবার দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।
এদিকে মেলার বাইরে দশর্নার্থীদের ভেতরে প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। স্টলের মালিকদের পরিচয়পত্রসহ কেবল ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে। দর্শনার্থীদের কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
এআরএস/এমএইচ/এসএইচএস