পিওএস সফটওয়্যার আনলো রেভারি
বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রেভারি নিয়ে এলো বিশ্বখ্যাত জনপ্রিয় পয়েন্ট অব সেলস (পিওএস) সফটওয়্যার গ্যাপ (GAAP)। এই সফটওয়্যারটি বিশ্বের জনপ্রিয় ফুড কোর্ট যেমন ডমিনোস পিজা, নান্দোস, কেএফসি, গ্লোরিয়া জিন্স কফি, পিজা পারফেক্টসহ আরও অনেক জনপ্রিয় ফুড কোর্টে ব্যবহৃত হচ্ছে। সফটওয়্যারটি ইউকে, সাউথ আফ্রিকা, দুবাই, নামিবিয়া, জিমবাবুয়ে, জাম্বিয়া, তানযানিয়া, নাইজেরিয়া, কেনিয়াসহ আরও অনেক দেশে ব্যবহৃত হচ্ছে।
গাপ (GAAP) সফটওয়্যারের ব্যাবহার অত্যন্ত সহজ এবং যে কোন খাবারের দোকান, ফুড কোর্ট, হোটেল, রেঁস্তরা ও কফি শপে এটি ব্যবহার করা যাবে। এতে রয়েছে অ্যাকাউন্ট, ইনভান্টরি ও ভ্যাট এর সুবিধা। আলাদা আলাদা ক্যাশ কাউন্টার, দিন শেষের হিসাব ও বিভিন্ন ধরনের রিপোর্ট দেখার ব্যবস্থা রয়েছে। আপনার ব্যবসা অনুযায়ী নিজের মতো করে পরিবর্তন করে নেয়ার সুবিধাও থাকছে এতে।
এর রয়েছে শক্তিশালী ব্যাক অফিস এডমিন প্যানেল যার মাধ্যমে আপনি আপনার (পিওএস) সফটওয়্যারকে নিয়ন্ত্রণ ও কাস্টমাইজ করতে পারবেন। দুটি ভিন্ন ভিন্ন প্যাকেজে সফটওয়্যারটি পাওয়া যাচ্ছে। বিস্তারিত: +8801865- 444-419, +8801718-064-321 অথবা ই মেইল করতে পারেন [email protected], [email protected] ঠিকানায়।
এআরএস/পিআর