ত্রিপুরায় ৫১তম পূর্ণরাজ্য দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২১ এএম, ২২ জানুয়ারি ২০২৩
ছবি সংগৃহীত

ত্রিপুরা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে ২১ জানুয়ারি দিনটি গর্বের ও আনন্দের। মুখ্যসচিব জে কে সিনহা শনিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলঘরে দিনটির সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যসচিব বলেন, দেশ তথা রাজ্যের সর্বাঙ্গীণ বিকাশে একাগ্রতার সঙ্গে কাজ করাই হবে আমাদের সবার একমাত্র লক্ষ্য। ভবিষৎ প্রজন্মকেও এই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান তিনি।

পূর্ণ রাজ্য দিবস উদযাপনের এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যদেও পোদ্দার ‘ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস’ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি প্রাচীন ত্রিপুরার ইতিহাস ও গণতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, এই দিনটি ত্রিপুরার জনগণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ দিন। পবিত্র ও অনুপ্রেরণার দিন বললেও ভুল হবে না।

অনুষ্ঠানে রাজ্য (ত্রিপুরা) পুলিশের প্রধান অমিতাভ রঞ্জন বলেন, পূর্ণরাজ্য দিবসের গৌরবোজ্জ্বল এই দিনে প্রগতির জন্য আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। এখনই হোক অঙ্গীকার।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো, কৃষিক্ষেত্র, মৎস্য চাষ, প্রাণী সম্পদ, মানব সম্পদ, শিল্প ও সংস্কৃতির বিকাশেও এখন ত্রিপুরা অনেকদূর এগিয়ে। আগামী দিনে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি এই শপথই গ্রহণ করা উচিত এই দিনে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান সচিব পুণিত আগরওয়াল, বিশেষ সচিব অভিষেক চন্দ্র, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রীজেশ পান্ডে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা রতন বিশ্বাস প্রমুখ। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত ৫১তম ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপনের এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।