ভাড়ায় পাওয়া যাবে নকল প্রেমিকা


প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ভণিতা কিংবা প্রতারণার অভিযোগও আনবে না কেউ। মন ভেঙ্গে দেউলিয়া হবার আঘাতও পাওয়ারও কোন সম্ভাবনা নেই। আবার প্রণয় পরিণতি না পেলে কোনো পক্ষই দোষারোপ করবে না। এমন স্বপ্নের সম্পর্কের খোঁজে থাকা পুরুষদের জন্য উত্তর আমেরিকায় সম্প্রতি ইনভিসিবল গার্লফ্রেণ্ড নামে একটি সাইট জনপ্রিয় হয়ে উঠেছে।

আর এখান থেকেই এখন হাজারো মানুষ খুঁজে নিচ্ছেন নকল মনের মানুষ। এই সাইটে নির্ধারণ করা যায় আকাঙ্ক্ষিত প্রেমিকার ব্যক্তিত্বও। কেবল রুচি আর চাহিদা অনুযায়ী মানুষ খুঁজে নেয়া যায়। এতে ক্ষুদে বার্তার চালাচালির মধ্যে সম্পর্ক সীমাবদ্ধ রাখতে চাইলে গুনতে হবে মাসে পনের মার্কিন ডলার।

ভয়েসমেইল চান? সাথে মাঝেমধ্যে এমএমএস? এসবও পেয়ে যাবেন কিন্তু এর জন্য গুণতে হবে মাসে পঁচিশ ডলার। আর সপ্তাহ শেষের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যাবে। বিদায় নেওয়ার সময় যদি চান প্রেমিকা সাথে থাকুক, তাহলে গুনতে হবে আরেকটু বেশি অর্থ।

এই নকল প্রেমিকাদের প্রতি বড় কোন দায়িত্ব পালন কিংবা প্রতিশ্রুতি পূরণের তাগাদা নেই, আবার তারা কেবল ক্ষণস্থায়ী ফুর্তির সঙ্গীও নয়। আর এ কারণে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে প্রেমিকা পাওয়ার এ নকল সাইট।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।