সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
হিনডেনবার্গের দাবি: ভারতের পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন আদানি
হিনডেনবার্গ রিসার্চের সঙ্গে আদানি গ্রুপের দ্বন্দ্ব এখন সারাবিশ্বের অন্যতম আলোচিত বিষয়। ভারতের শীর্ষ ধনীর বিরুদ্ধে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজি’র অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থাটি। এরই মধ্যে দু’দফায় তার প্রতিক্রিয়া জানিয়েছে আদানি গ্রুপ। দিয়েছে মামলার হুমকিও। তবে তাতেও নিজেদের অবস্থানে অনড় হিনডেনবার্গ। তাদের দাবি, ভারতীয় পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন গৌতম আদানি।
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৩২
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সোমবার (৩০ জানুয়ারি) পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে ঘটা ওই আত্মঘাতী বোমা হামলায় আহত হয়েছেন অন্তত ১৪৭ জন।
দক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে বন্দুকহামলা, নিহত ৮
দক্ষিণ আফ্রিকায় একটি জন্মদিনের পার্টিতে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় দক্ষিণের বন্দর নগরীতে এ ঘটনা ঘটে। জানা গেছে, এক বাড়ির মালিক জন্মদিন পালন করছিলেন। এসময় দুই বন্দুকধারী অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে। উপস্থিত লোকজনের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে সটকে পড়ে তারা।
ইকোনমিস্টের প্রতিবেদন: ইউক্রেনে রুশীকরণের বিরুদ্ধে জোরালো হচ্ছে ক্যাম্পেইন
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহ আগে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৪ জন নিহত হন। সেই ধ্বংসস্তূপ থেকে রিসাইক্লিং প্ল্যান্টের জন্য কাজ করা কয়েকজন মধ্যবয়সী নারী বাছাই করছিলেন বিভিন্ন জিনিস। সেখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে শত শত রাশিয়ান বই। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হচ্ছে, ইউক্রেনে রুশীকরণের বিরুদ্ধে ক্যাম্পেইন জোরালো হচ্ছে। এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরেকটি ব্যর্থতা।
‘গঙ্গা বিলাস’ বাংলাদেশে প্রবেশ করবে মঙ্গলবার
১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘এম ভি গঙ্গা বিলাস’ উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের বারানসি থেকে যাত্রা শুরু করে এই প্রমোদতরী এখন কলকাতায়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এটির বাংলাদেশে প্রবেশের কথা রয়েছে।
ইমরান খান একাই লড়বেন ৩৩ আসনে
পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে মার্চের ১৬ তারিখ। সবগুলো আসনে তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একাই প্রার্থী হতে যাচ্ছেন। দলটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। ফলে পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো প্রার্থী এতগুলো আসনে একাই লড়তে যাচ্ছেন।
ফিনল্যান্ডকে ছাড় দিলেও সুইডেনকে আটকাবে তুরস্ক: এরদোয়ান
ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ডকে ছাড় দিলেও সুইডেনকে আটকাতে পারে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান এমনই ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, সুইডেনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে ফিনল্যান্ডকে গ্রহণ করা হতে পারে।
মিশরে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল-ফিলিস্তিনের উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনদিনের সফর শুরুর প্রথম দিন তিনি মিশরে পৌঁছেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে প্রাধান্য পাচ্ছে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু, ইউক্রেন যুদ্ধ ও ইরানের পারমাণবিক কর্মসূচি।
মোদীকে নিয়ে তথ্যচিত্র প্রচার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল আমলে নিলেন ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ২০০২ সালে গুজরাটে সংঘটিত হিন্দু-মুসলিম দাঙ্গা নিয়ে ‘দ্য মোদি কোশ্চেন’ নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেখানে বলা হয়, গুজরাটের ওই দাঙ্গা উসকে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চোখের ছানি অস্ত্রোপচারে এক হাজার মানুষকে সহায়তা ইউটিউবারের
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের আধিপত্য বেড়েছে। অনেকে পাচ্ছেন রাতারাতি তারকাখ্যাতি। তাছাড়া এসব মাধ্যম থেকে অনেকেই বিপুল অর্থ আয় করছেন। অনেকে এসব অর্থের কিছু অংশ সামাজিক বিভিন্ন সহায়তামূলক কাজে ব্যয় করছেন। এমনই এক কাজ করে সবার দৃষ্টি কেড়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার মিস্টারবিস্ট। তিনি বিশ্বের এক হাজার মানুষের চোখের ছানি অস্ত্রোপচারে সাহায্য করেছেন।
কেএএ/এএসএম