ব্রাসেলসে ইইউর সদর দপ্তরের কাছে ছুরি হামলা, আহত ৩

বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তরের কাছে ছুরি হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই হামলাকারীকে আটক করা হয়েছে। ব্রাসেলস মেয়র ফিলিপ্পি ক্লোজ জানিয়েছেন, শুম্যান মেট্রো স্টেশনের ভেতরে হামলার এ ঘটনা ঘটে। দ্রুত হামলাকারীকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে এ হামলা হয়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
তদন্তের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর ‘মানসিক সমস্যা’ ছিল বলে জানা গেছে।
ইইউ প্রধান চার্লস মিশেল, বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য টুইটারে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র: এএফপি, এনডিটিভি
এসএনআর/জেআইএম