জার্মানির ৭ বিমানবন্দরে ধর্মঘট, ভোগান্তিতে ৩ লাখ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ছবি সংগৃহীত

জার্মানির সাত বিমানবন্দরের কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। এতে অন্তত তিন লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছে। জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বিমানবন্দরকর্মীরা এ ধর্মঘট পালন করছে। খবর রয়টার্সের।

এদিকে জার্মানিতে শুরু হয়েছে মিউনিখ নিরাপত্তা সম্মেলন। ধারণা করা হচ্ছে, বিভিন্ন দেশের ৪০ রাষ্ট্রপ্রধান ও ৬০ জনের বেশি মন্ত্রী এতে অংশ নেবেন।

আরও পড়ুন>মূল্যস্ফীতির বিরুদ্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ, রাজনৈতিক সংকটের আশঙ্কা

এমন পরিস্থিতিতে এরই মধ্যে বিপাকে পড়েছেন রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এখন তাকে বাধ্য হয়ে অস্ট্রিয়া যেতে হবে। সেখান থেকে গাড়িযোগে চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে মিউনিখ যাবেন তিনি।

মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার পর ইউরোপে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়। যার চরম প্রভাব পড়ে মানুষের জীবনযাত্রায়। এমন পরিস্থিতিতে ইউরোপের বেশ কিছু দেশে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ধর্মঘট-বিক্ষোভ হয়। জার্মানির এই ধর্মঘট ইউরোপের সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম।

এডিভি এয়ারপোর্টস এসোসিয়েশনের তথ্য অনুয়াযী, ব্রেমেন, ডর্টমুন্ড, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, হ্যানোভার, মিউনিখ ও স্টুটগার্ট বিমানবন্দরে দুই হাজার ৩৪০ ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় তিন লাখ যাত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।