সিদ্ধিরগঞ্জে শিশু অপহরণ: শিশুসহ অপহরণকারী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে শিশু অপহরণের ঘটনায় বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে শিশুসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা রাজু হাওলাদার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ বরিশাল থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে। এসময় তুহিন নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও অপহৃত শিশুর বাবা রাজু জানান, একই এলাকায় পাশাপাশি থাকার কারণে শিশু রাব্বির পরিবারের সাথে অপহরণকারী তুহিনের পরিচয় হয়। পরে তুহিনের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন রাব্বির মা শ্রাবন্তী। ঘটনাটি জানাজানি হলে একপর্যায়ে রাজু তুহিনকে মারধর করেন। এতে তুহিন ক্ষিপ্ত হয়ে ২৬ ফেব্রুয়ারি শ্রাবন্তীকে বাড়ির পাশে ডেকে নিয়ে মারধর করেন এবং রাব্বিকে চকলেট দেয়ার কথা বলে নিয়ে যাবার পর তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে রাব্বির বাবা ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ ২৮ ফেব্রুয়ারি রাতে বরিশাল জেলার গৌরনদী এলাকায় তুহিনের খালু শিপনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, অপহরণের অভিযোগ পেয়ে আমরা অপহৃত শিশুকে উদ্ধার করে অপহরণকারী তুহিনকে গ্রেফতার করেছি।
অপরদিকে গ্রেফতার হওয়া তুহিন সাংবাদিকদের জানান, শ্রাবন্তীর সাথে তার পরকীয়ার সম্পর্কের কথা জানাজানি হওয়ায় শ্রাবন্তীর স্বামী শ্রাবন্তীকে মারপিট করার এক পর্যায়ে শ্রাবন্তী নিজেই রাব্বিকে তার কাছে দিয়ে দেন। শ্রাবন্তীরও তার সাথে চলে আসার কথা ছিল। কিন্তু সে তার স্বামীর ভয়ে আসতে পারেনি।
হোসেন চিশতী সিপলু/এফএ/আরআইপি