লালমনিরহাটের ২০ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
লালমনিরহাটের ৪৫টি ইউনিয়নে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফায় লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ২০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ৩১ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ২০টি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করেছে।
হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে বড়খাতায় আবু হেনা মোস্তফা কামাল সোহেল, গড্ডিমারি ইউনিয়নে আতিয়ার রহমান, সিংগিমারী ইউনিয়নে মনোয়ার রহমান, টংভাঙ্গা ইউনিয়নে সেলিম হোসেন, সিন্দুর্ণায় ইউনিয়নে নূরুল আমিন, পাটিকাপাড়া ইউনিয়নে সফিউল আলম রোকন, ডাউয়াবাড়ী ইউনিয়নে মশিউর রহমান, নওদাবাস ইউনিয়নে অশ্বিনী কুমার বসুনিয়া, গোতামারী ইউনিয়নে আবুল কাশেম সাবু, ভেলাগুড়ি ইউনিয়নে মহির উদ্দিন, সানিয়াজান ইউনিয়নে আবুল হাসেম তালুকদার, ফকিরপাড়া ইউনিয়নে নূরুল ইসলাম।
পাটগ্রাম উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে কুচলীবাড়ী হামিদুল হক, জগতবেড় ইউনিয়নে নবীবর রহমান, পাটগ্রাম ইউনিয়নে আব্দুল ওহাব প্রধান, দহগ্রাম ইউনিয়নে হাবিবুর রহমান, বাউরা ইউনিয়নে আবুল কালাম আজাদ, জোংড়া ইউনিয়নে কবির হোসেন, শ্রীরামপুর ইউনিয়নে আবুল হোসেন, বুড়িমারীত ইউনিয়নে তারাজুল ইসলাম মিঠু।
উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে দুই উপজেলায় তারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
রবিউল হাসান/এসএস/পিআর