অস্ট্রেলিয়ায় শরণার্থীদের অস্থায়ী ভিসা চালু


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৪

শরণার্থী কিংবা আশ্রয়প্রার্থীদের জন্য অস্থায়ী ভিসা চালু করেছে অস্ট্রেলিয়া সরকার। অভিবাসন আইন কঠোর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশোধিত অভিবাসন আইন অনুযায়ী শরণার্থীরা দেশটিতে তিন বছরের বেশি থাকতে পারবে না। শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষে আইনটি পাস হয়। এর আগে পার্লামেন্টের উচ্চ কক্ষে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

নতুন আইনে বলা হয়েছে, দেশটিতে শরণার্থীরা তিন বছর পর্যন্ত সুরক্ষার সুযোগ পাবেন। এরপর তাদের নিজের দেশে ফিরে যেতে হবে। এ জন্য দেশটির সরকার ‘অস্থায়ী সুরক্ষা ভিসা’ চালু করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া সরকারের এ উদ্যোগের সমালোচনা করেছে। - আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।