টস জিতে ফিল্ডিংয়ে ভারত


প্রকাশিত: ০১:১৮ পিএম, ০১ মার্চ ২০১৬

এশিয়া কাপের সপ্তম ম্যাচে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক মহেদ্র সিং ধোনি। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

টস জয়ের পর ভারতের অধিনায়ক বলেন, ‘আমাদের অপেক্ষা করে দেখতে হবে উইকেট কেমন ব্যবহার করে। উইকেটে কিছু ঘাস রয়েছে এটা ব্যাটসম্যানদের জন্য সহায়ক হতে পারে। তবে ম্যাচ জিততে হলে তরুণদের চাপ নিতে হবে, তাদের শিখতে হবে কিভাবে চাপে খেলতে হয়। দলে একটি পরিবর্তন হয়েছে। রাহানের পরিবর্তে দলে এসেছেন ধাওয়ান।’

ইনজুরি সমস্যার কারণে ভারতের বিপক্ষেও নেই শ্রীলঙ্কান দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। উইকেট সম্পর্কে তিনি বলেন, ‘আগের ম্যাচের চেয়ে এই ম্যাচে একটু বেশি ঘাস আছে। শিশিরের জন্য আমি আগে বোলিং করতে চেয়েছিলাম। আমাদের আজকে ভাল খেলতে হবে। জয়ের জন্য প্রয়োজনীয় স্কোর করতে হবে। আমরা এখানে আন্ডারডগ হিসেবে এসেছি। আমাদের হারানোর কিছু নেই। আমরা বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’

এদিকে, এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে জিতে দারুণ ফুরফুরে মেজাজে ভারত। অপরদিকে বাংলাদেশের কাছে হেরে চাপে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় এক রকম নিশ্চিত তাদের।

আরটি/একে/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।