ডিইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ বৃহস্পতিবার
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবেন আগামীকাল বৃহস্পতিবার। ওইদিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হবে। ডিইউজে সদ্য বিদায়ী মহাসচিব কুদ্দুস আফ্রাদ এ তথ্য জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিইউজের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
গত ২০ ফেব্রুয়ারি ডিইউজে নির্বাচনে শাবান মাহমুদ সভাপতি ও সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা শিউলি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ সেবিকা রাণী, প্রচার সম্পাদক আখতার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মজিবুর রহমান খান বাবু, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।
এছাড়া ৯ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিতরা হলেন- শামীমা আখতার, এ এম শাহজাহান মিয়া, মর্তুজা হায়দার লিটন, সলিমুল্লাহ সেলিম, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দুলাল খান, সোহেলী চৌধুরী, দেবাশীষ রায় ও মঞ্জুশ্রী বিশ্বাস।
এমইউ/আরএস/পিআর