ইসরায়েলি বাহিনীর গুলিতে ফের ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৯ মার্চ ২০২৩
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বিশেষ বাহিনীর গুলিতে ফের ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটে। অন্য এক অভিযানে ছয়জন নিহত হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটিতে এই অভিযান চালয় দখলদার বাহিনী। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে নিহত তিন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন, আহমেদ ফাশাফসেহ (২২), সুফিয়ান ফাখৌরি (২৬) এবং নায়েফ মালয়েশেহ (২৫)।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমের নিউজে বলা হয়েছে, ইসরায়েলের বিশেষ বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গোলাগুলি সংগঠিত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে যারা গুলি চালিয়েছে তাদের গ্রেফতার করতেই এই অভিযান।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযানে যারা নিহত হয়েছে, তারা জাবা ব্রিগেডসের সদস্য। এই গোষ্ঠীটির সঙ্গে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সম্পৃক্ততা রয়েছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।