শীর্ষস্থান ফিরে পেলেন আল-আমিন


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০২ মার্চ ২০১৬

এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় আবারো শীর্ষস্থানে ফিরে এলেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। ১০টি উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন এখন এ বাংলাদেশি পেসার।

পাকিস্তানের বিপক্ষে ৩টি উইকেট নিয়ে আল-আমিনকে ছাড়িয়ে গিয়েছিলেন আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন তিনি। পাকিস্তানের দুর্দান্ত বোলিং করে ২৫ রানে ৩টি উইকেট নেন আল-আমিন।

তবে বাছাই পর্বের ফলাফল যোগ করলে আল-আমিনের চেয়ে এগিয়ে রয়েছেন আমজাদ জাভেদই। বাছাই পর্ব ও মূল পর্বসহ মোট ১২ উইকেট নিয়েছেন আমিরাত অধিনায়ক। বাছাই পর্ব ও মূল পর্বসহ আল আমিনের চেয়ে ১ উইকেট বেশি নিয়েছেন আমিরাতের আরেক বোলার মোহাম্মদ নাভিদ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া বিশ্বকাপে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার প্রায় এক বছর পর গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে ফেরেন তিনি। আর ফিরেই ধারাবাহিকভাবে দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন তিনি।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।