ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ২ পাইলট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১৬ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

মহড়া চলাকালীন অরুণাচল প্রদেশের মান্ডালায় ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট নিখোঁজ রয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল সওয়া ৯টার দিকে আচমকাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। বমডিলার পশ্চিমে মান্ডালা পাহাড়ে সেটি বিধ্বস্ত হয়েছে বলে সেনার এক সূত্রে দাবি করা হয়।

আরও পড়ুন>বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার কারণ জানালো বিমান বাহিনী

সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়ত বলেন, বমডিলায় মহড়া চলছিল ওই হেলিকপ্টারটির। সকাল সওয়া ৯টা নাগাদ এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি মান্ডালায় বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারের খোঁজে ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

আরও পড়ুন>বিশ্বের ১০টি ভয়াবহ বিমান দুর্ঘটনা

অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, উড্ডয়নের পর সেঙ্গে গ্রামের কাছে মিসামারিতে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংজালেপ গ্রামের বাসিন্দারা জিরাং থানায় জানান, একটি হেলিকপ্টার ভেঙে পড়তে দেখেছেন তারা।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।