লিওনার্দোর সাথে রাত কাটিয়ে মুগ্ধ লরেন


প্রকাশিত: ১০:১৭ এএম, ০৩ মার্চ ২০১৬

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত ২৮ ফেব্রুয়ারি রাতে অস্কারের ছোঁয়া পেলেন হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও। তার সেই পুরস্কার লাভের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীর বিনোদন প্রিয় মানুষের কাছে।

তাই তো অস্কার প্রাপ্তির পর থেকে কিছুটা ব্যস্ত লিওনার্দো। কারণ প্রতিদিনই কেউ না কেউ আসছেন এই গুনী অভিনেতার সাথে দেখা করতে। তবে ব্রিটিশ তারকা লরেন হাটন তো দেখা করতে এসে মোটামুটি হইচই ফেলে দিলেন!

ব্রিটেনের টিভি শো ‘মেড ইন চেলসি’র তারকা লরেন হাটনের প্রিয় অভিনেতা লিওনার্দো। আর লিওনার্দোর এমন খুশির সময়ে তাই দেখা করতে লস এঞ্জেলসে ছুটে এলেন সুদুর লন্ডন থেকে। তবে আসার পরই গুঞ্জন রটেছে টাইটানিক তারকার সাথে নাকি গোটা এক রাত একসাথে কাটিয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। এ গুজব অবশ্য অস্বীকার করেননি লরেন নিজেও। সাংবাদিকদের সামনে শুধু এক কথায় বলেন, ‘লিওর সাথে রাত কাটানোতে মুগ্ধ আমি।’ কিন্তু সেই রাত কাটানোর রহস্যটা লুকিয়ে রাখলেন মায়াবী হাসিতেই।

অস্কারজয়ী তারকা লিও’র নারী ভক্তের অবশ্য অভাব নেই। অস্কার পাওয়ার দিন কয়েক জানা গিয়েছিলো সাইবেরিয়ান কিছু নারী ভ্ক্ত নিজেদের অলংকার গলিয়ে তাকে পুরস্কার দিতে প্রস্তুত ছিলো। সেখানে তার সাথে রাত কাটানোতো মামুলি ঘটনা।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।