রমজানের প্রথম জুমায় মালয়েশিয়ায় মসজিদে মুসল্লিদের ঢল

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৪ মার্চ ২০২৩

পবিত্র রমজানের প্রথম জুমায় মালয়েশিয়ার মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। জুমার নামাজ পড়তে রাজধানী কুয়ালালামপুরসহ সব রাজ্যের মসজিদগুলোতে এমন ভিড় ছিল। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিও ছিল লক্ষণীয়।

শুক্রবার (২৪ মার্চ) জুমার আজানের আগে থেকেই নেগারা জাতীয় মসজিদসহ রাজধানীর বড় মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। নামাজের আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদগুলো। অনেকে মসজিদের ভেতর জায়গা না পেয়ে বারান্দা, মসজিদের পার্শ্ববর্তী খোলা মাঠে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন।

জুমার নামাজের খুতবায় রোজার গুরুত্ব, তাৎপর্য ও জরুরি মাসলা-মাসায়েল সম্পর্কে বিশেষ বয়ান করেন খতিবরা। নামাজ শেষে মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।

এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।