ভারত

যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০১ এপ্রিল ২০২৩
ছবি সংগৃহীত

ভারতের চেন্নাইয়ের আর্ট অ্যাকাডেমির এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ মার্চ) তামিলনাডু রাজ্য নারী কমিশনের সদস্যরা জানান, কলেজের ভেতরে শান্তিপূর্ণভাবে বিচারের জন্য বিক্ষোভ শুরু করে কলা অনুষদের ২০০ জন শিক্ষার্থী।

জানা গেছে, কলেজটির ভেতরে শিক্ষার্থীদের যৌন হয়রানি, শরীরের গঠন নিয়ে খারাপ মন্তব্য, গায়ের রং নিয়ে কটাক্ষ করা বহু বছর ধরে চলে আসছে। বারবার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। শেষে শান্তিপূর্ণ বিক্ষোভের পথ বেছে নেন তারা।

রাজ্যটির নারী কমিশনের মুখপাত্র এআর কুমারী জানিয়েছেন, শুক্রবার টানা পাঁচ ঘণ্টা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। শিক্ষার্থীরে দাবি ওই শিক্ষক বহু দিন ধরে কলেজের ভেতরেই যৌন হয়রানি করেছেন।

নব্বই জন শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ এনেছেন বলেও রাজ্য নারী কমিশনের দাবি।

শিক্ষার্থীরা বলেন, এ বিষয়ে অধ্যক্ষ ও কলেজের পরিচালককে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।

এদিকে কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সব অভিযোগ মিথ্যা। কলা বিভাগের খ্যাতি নষ্ট করার জন্যই তারা এই পন্থা অবলম্বন করেছেন।

সেখানের মুখ্যমন্ত্রী স্টালিন বলেন, পুলিশ এরই মধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে। আসল অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

কলার এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে চেন্নাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগেরভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।