সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ এপ্রিল ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১০ এপ্রিল ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পাকিস্তানে বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪
পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার (১০ এপ্রিল) কোয়েটার শাহরাহ-ই-ইকবাল এলাকায় এ ঘটনা ঘটে। এসএসপি অপারেশন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জোহাইব মহসিন জানান, পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়।

ভূমধ্যসাগরে ভাসছে ৪০০ অভিবাসনপ্রত্যাশী, সাহায্যে এগোচ্ছে না কেউ
প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালি ও মাল্টার মধ্যবর্তী ভূমধ্যসাগরে ভাসছে একটি নৌকা। সাহায্য সংস্থা অ্যালার্ম ফোন এ তথ্য নিশ্চিত করেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই এবং বিরূপ আবহাওয়ার কারণে যেকোনো সময় ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছে নৌকাটি। এর আশপাশে দুটি জাহাজ থাকলেও সেগুলোকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করতে নিষেধ করা হয়েছে।

তাইওয়ানকে ‘অবরুদ্ধ’ করার মহড়া চালালো চীন
তাইওয়ানের গুরুত্বপূর্ণ সব টার্গেটে হামলা এবং দ্বীপটিকে ঘিরে ফেলার মহড়া চালালো চীন। তাইওয়ান ঘিরে বেইজিংয়ের তিন দিনব্যাপী এ সামরিক মহড়ার আজ ছিল শেষ দিন। এটিকে তাইওয়ানিজদের জন্য কড়া হুঁশিয়ারি বলে উল্লেখ করেছে চীন। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের জবাবে এই মহড়া চালিয়েছে তারা।

ইয়েমেন যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ সৌদি আরবের
স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সৌদি আরবের একটি প্রতিনিধিদল ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে। এর মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ ওমান। সৌদি ও ওমানের প্রতিনিধিদল এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানায় অবস্থান করছে।

১৫৮ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেট
আমাদের দেশে একটি গাড়ির লাইসেন্স করাতে কত টাকা লাগে- হাজার দশেক থেকে শুরু করে এক লাখ। অথচ দুবাইয়ে একটি বিরল লাইসেন্স প্লেট বিক্রি হয়েছে দেড়শ কোটি টাকারও বেশি দামে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেটের রেকর্ড গড়েছে সেটি।

পশ্চিমবঙ্গে গ্রীষ্মের দাপট: তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রিতে
মাত্রই শুরু হয়েছে এপ্রিল, বাংলায় যা চৈত্র মাস। সেই সঙ্গে চলছে চলছে পবিত্র রমজান। এর মধ্যেই চলতি মাসের শেষের দিকে প্রচন্ড গরমের পূর্বাভাস দিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর। পাশাপাশি এও বলা হয়েছে, গরম কমার কোনো লক্ষণ তো নেই-ই, বরং পারদ আরও চড়তে পারে।

ভারতে গাছচাপা পড়ে ৭ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্রে প্রবল ঝড়ে উপড়ে যাওয়া বিশাল একটি গাছচাপা পড়ে অন্তত সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে একটি মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।

আল্পস পর্বতমালায় তুষারধস, নিহত ৪
ফ্রান্সের আল্পস পর্বতমালায় তুষারধসে অন্তত ৪ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। তাছাড়া এ ঘটনায় আহত বেশ কয়েকজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও দুজন এখনো নিখোঁজ রয়েছেন। রোববার (৯ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে আল্পসের দক্ষিণপশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি হিমবাহে এ তুষারধস হয়।

তাইওয়ান নিয়ে মার্কিন-চীনা নীতি মানতে নারাজ ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তাইওয়ান সংকট ত্বরান্বিত করার কোনো আগ্রহ ইউরোপের নেই। এমনকি ইউরোপের উচিত তাইওয়ান নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের যেসব নীতি রয়েছে, সেগুলো না মেনে স্বাধীন একটি কৌশল অনুসরণ করা। রোববার (৯ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন ম্যাক্রোঁ।

যুদ্ধ পরিকল্পনা বদলাতে বাধ্য হলো ইউক্রেন
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের বেশ কিছু গোপন নথি, মানচিত্র, বিভিন্ন নকশা ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। অনলাইনে ফাঁস হওয়া এসব নথির মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধের বিস্তারিত টাইমলাইন এবং অসংখ্য দুর্ভেদ্য সামরিক শব্দসহ কাগজপত্র, যার ওপরে ‘অত্যন্ত গোপনীয়’ শব্দ লেখা।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।