যুক্তরাষ্ট্র এবং দ. কোরিয়ায় হামলার হুমকি উ. কোরিয়ার


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৭ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও সিউলের মধ্যে যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার আগেই এই হুমকি দিয়েছে পিয়ংইয়ং।

এ মহড়ায় অন্তত তিন লাখ সেনা অংশ নেবে। মহড়া নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে।  সোমবার থেকে শুরু হতে যাচ্ছে এ মহড়া এবং চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য তাদেরকে সতর্ক করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

অপরদিকে এই যৌথ সামরিক মহড়াকে নিজেদের ওপর আক্রমণের প্রস্তুতি হিসেবেই বিবেচনা করছে উত্তর কোরিয়া। তাই নিজেদের ওপর আক্রমণ হওয়ার আগেই আঘাত হানার জন্য দেশের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। যে কোনো সময় প্রয়োজনে শত্রুদের ওপর হামলা চালানোর ঘোষণা দিয়েছে কিম।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।