‘চরমপন্থী’ দুই ফরাসি কিশোরী বাড়ি ফিরেছে


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৭ মার্চ ২০১৬

ফ্রান্সের দুই কিশোরী নিখোঁজ হওয়ার দু’দিন পর রোববার রাতে বাড়ি ফিরে এসেছে। এই দুই কিশোরী ইসলামিক স্টেট (আইএস)-এ যোগদানের উদ্দেশে সিরিয়া যাওয়ার চেষ্টা চালায় বলে ধারণা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন।

১৫ বছর বয়সী ইসরাই ও ১৬ বছরের লুইসা শুক্রবার ফ্রেঞ্চ আল্পসের হাউতে-সাবোইর স্কুল থেকে নিখোঁজ হয়। এরপর পুলিশ তাদের তল্লাশি অভিযান শুরু করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সরকারি কৌসুঁলি অ্যানেসি বলেন, এই দুই কিশোরী ‘সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছিল।’

পুলিশ জানায়, ‘তারা যে কোনো সম্ভাব্য উপায়েই দেশ ত্যাগ করতে যাচ্ছিল। সম্ভবত দেশ ত্যাগ করতে তারা ভুয়া পরিচয় ব্যবহার করছিল।’

সরকারি কৌসঁলি নিশ্চিত করেছেন দুই কিশোরীই রোববার সন্ধ্যায় তাদের বাড়িতে পৌঁছেছে। লুইসা টেলিভিশনে তার মায়ের অনুরোধে ফিরে এসেছে। ইসরাই কয়েক ঘণ্টা পর বাড়ি ফেরে।

ইসরাই কর্তৃপক্ষের কাছে ‘চরমপন্থী’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
শনিবার লুইসার বিরুদ্ধে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়।

একে/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।