সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ এপ্রিল ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
অনিয়মের অভিযোগে বিবিসি চেয়ারম্যানের পদত্যাগ
বিবিসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন রিচার্ড শার্প। সম্প্রতি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য ব্যাংক ঋণে মধ্যস্থতা করার ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
আমিরাতে ৪৩ দেশের নাগরিকদের লাগবে না ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা
সংযুক্ত আরব আমিরাতে অধিকাংশ প্রবাসীদের লক্ষ্য থাকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া। এজন্য সেখানে বেশ কয়েকটি পরীক্ষার মুখোমুখি হতে হয় তাদের। তবে এবার সেই ঝামেলা থেকে রেহাই পেতে যাচ্ছে ৪৩ দেশের নাগরিকরা।
দার্জিলিংয়ে বাংলাদেশি পর্যটকদের ভিড়
ভ্রমণের চিন্তা করলে প্রথমেই বাংলাদেশিদের মাথায় চলে আসে দার্জিলিংয়ের কথা। শুধু বাংলাদেশি নয়, অন্যান্য বিদেশি পর্যটকদের কাছেও প্রিয় এই স্থান।
বিশ্বভারতীর বিরুদ্ধে আদালতে অমর্ত্য সেন
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি বিবাদ কিছুতেই মেটার লক্ষণ দেখা যাচ্ছে না। তাদের উচ্ছেদের হুঁশিয়ারির বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন অমর্ত্য সেন।
যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
প্রশিক্ষণ থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের আলাস্কায় সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হেলিকপ্টার দুইটি বিধ্বস্ত হয়ে অন্তত ৩ সেনার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও এক সেনা। খবর ফক্স নিউজের।
বাংলাদেশিসহ আরও ৫২ জনকে উদ্ধার করলো সৌদি, মোট ২৭৯৬
সুদানে সামরিক-আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ জনকে দেশটি থেকে সরিয়ে নিয়েছে সৌদি আরব। এদের মধ্যে সিংহভাগই বিদেশি নাগরিক। শুক্রবার (২৮ এপ্রিল) সকালেও বাংলাদেশিসহ মোট ৫২ জন নাগরিক সুদান থেকে জেদ্দায় পৌঁছেছেন।
নির্বাচন ১৪ মে, চ্যালেঞ্জের মুখে এরদোয়ান
দুই দশক ধরে তুরস্ক শাসন করছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেন্ট-প্রধান ব্যবস্থা চালু করেছেন। কড়াহাতে বিক্ষোভ মোকাবিলা করেছেন। ইউরোপ তথা বিশ্ব যেন তুরস্ককে গুরুত্ব দিতে বাধ্য হয় সেই চেষ্টা করেছেন। এর আগের নির্বাচনগুলোতে কার্যত তেমন কোনো কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েননি তিনি। কিন্তু এবার পড়েছেন।
দক্ষিণ আমেরিকার লিথিয়াম নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের কাড়াকাড়ি
বিশ্বের মোট লিথিয়ামের অর্ধেকেরও বেশি পাওয়া যায় দক্ষিণ আমেরিকার তিনটি দেশ– আর্জেন্টিনা, বলিভিয়া এবং চিলিতে। সাদা সোনা খ্যাত এ ধাতুর জন্য ওই তিনটি দেশের বাজারের ওপর অনেক দিন ধরে শুধু ব্যবসায়ীদেরই নয়, ক্ষমতাধর অনেক দেশের সরকারেরও তীক্ষ্ণ নজর।
রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে গোলাবারুদ দিচ্ছে পাকিস্তান
যুদ্ধের মধ্যেই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউক্রেন ও পাকিস্তান। রাশিয়ার বিরুদ্ধে লড়তে লড়তে গোলাবারুদ ঘাটতিতে পড়েছে ইউক্রেন। আর সেই অভাব মেটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। বিনিময়ে ইসলামাবাদকে অত্যাধুনিক এমআই-১৭ হেলিকপ্টারের ইঞ্জিন ও আনুষঙ্গিক খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে ইউক্রেন। গত বুধবার (২৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় শহর উমানে কয়েকটি ফ্ল্যাটের ওপর চালানো শুক্রবারের হামলায় এক শিশুসহ ১১ জন প্রাণ হারিয়েছেন।
এমএসএম/এমএস