১৮ হতে না হতেই বিয়ে


প্রকাশিত: ০৯:০১ এএম, ০৮ মার্চ ২০১৬

বয়স ১৮ হতে না হতেই বিয়ের পিঁড়িতে বসছে নেপালের নারীরা। সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিসটিক্সের এক গবেষণায় বলা হয়েছে, দেশটিতে দুই তৃতীয়াংশ নারীর বয়স ১৮ না হতেই তাদের বিয়ে দেয়া হচ্ছে।

দেশটিতে প্রথমবারের মত যখন নারী প্রেসিডেন্ট এবং স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ঠিক সেসময়ই এমন এক তথ্য প্রকাশ করেছে ওই গবেষণা প্রতিষ্ঠানটি।
 
গত বছর অক্টোবরে কমিউনিস্ট দলের নেতা বিদ্যা দেবী ভান্ডারি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওই একই সময়ে ওনসারি ঘারতি মাগার পার্লামেন্টের স্পিকার হিসেবে নিযুক্ত হন। দেশের শীর্ষ দুটি আসনে নারীর অবস্থান সত্যিকার অর্থেই নারীর জন্য গৌরবের বিষয়।

কিন্তু দেশটিতে বাল্যবিয়ের সংখ্যা বেড়েই চলেছে। ১৫ বছর বয়সে দেশটির ১৬ ভাগ নারীর বিয়ে হয়ে যাচ্ছে। আবার ১৮ বছর বয়সের আগেই বিয়ে হচ্ছে ৪৯ ভাগ নারী।নারীর ক্ষমতায়নে দেশটিতে বাল্যবিয়ে রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।