নারীর ক্ষমতায়ন ব্যাহতের অপচেষ্টা চালাচ্ছে মৌলবাদীরা


প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৮ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, নারীদের ক্ষমতায়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে মৌলবাদী গোষ্ঠী। তারা ধর্মীয় অনুশাসনের নামে নারীকে গৃহবন্দি ও ভোগের সামগ্রী বানিয়ে রাখতে চায়।

মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর যৌথ উদ্যোগে ‘গণমাধ্যমে নারী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকতাসহ সমাজের প্রতিটি ক্ষেত্রের সার্বিক উন্নয়নে নারীরা গুরত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নারী ও পুরুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি দেশগড়ার কাজে নারী পুরুষ ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু বলেন, বিগত দুই তিন দশকের তুলনায় দেশের গনমাধ্যমে নারী সাংবাদিকদের অংশগ্রহণ বাড়লেও তারা এখনও নানা বৈষ্যেমের শিকার হচ্ছেন। কোথাও কোথাও তারা যৌন হয়রানির শিকার হলেও মুখ খুলতে পারছে না। তিনি প্রিন্ট, ইলেকট্রনিক ও অন্যান্য গণমাধ্যমে পৃথক ‘নারী নির্যাতন সেল’ গঠনের জোর দাবি জানান।

তিনি বলেন, সুযোগ পেলে নারীরা দক্ষতা ও যোগ্যতা বলে নিজের অবস্থান তৈরি করে নিতে সক্ষম। তাদেরকে এ সুযোগ করে দিতে হবে।

বিএফইউজে ও ডিইউজের শীর্ষ নেতারা নারীদের যেকোনো ন্যায্য দাবির সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে প্রস্তুুত বলে প্রতিশ্রুতি দেন।

বিএফইউজে ও ডিইউজের ইতিহাসে এবারই প্রথম আন্তজার্তিক নারী দিবস পালনের উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সংগঠন দুটিকে ধন্যবাদ জানান।

ডিইউজে সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজে মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিজুল ইসলাম ভুঁইয়া, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু।

ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের মধ্যে থেকে আরো বক্তব্য রাখেন- আকতার জাহান মালিক, ডিইউজে কোষাধ্যক্ষ সেবিকা রানী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, ডিইউজে বহুমুখী সমবায় সমিতির নেতা তরুন তপন চক্রবর্তী, ডিইউজের জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র রিপোর্টার সেলিনা শিউলী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ডিইউজের দফতর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, নির্বাহী সদস্য এম শাহজাহান, ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক মেহেদি হাসান, মানবকন্ঠের স্টাফ রিপোর্টার তাসকিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমইউ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।