বিশ্বকাপে অভিষেক হচ্ছে ওমানের


প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৯ মার্চ ২০১৬

প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপের কোনো আসরে অংশ নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ক্রিকেট দল। বুধবার সন্ধ্যায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে দলটি। ওমান এবারের বিশ্বকাপে আয়ারল্যান্ড ছাড়াও মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের।

উইলিয়াম পোর্টারফিল্ডের নেতৃত্বে শক্তিশালী এক দল নিয়ে মাঠে নামছে আইরিশরা। ফলে ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে ওমান দলকে। তবে তারাও বিশ্বকাপের টিকেট পাওয়ার ইতিহাসও খুব একটা নিরাশ হওয়ার মতো নয়।

বাছাইয়ের গ্রুপ পর্বে ব্যাট-বল হাতে আলো ছড়িয়েছিলেন ওমানের ক্রিকেটাররা। গ্রুপের ছয় ম্যাচের তিনটিতে জয় নিয়ে প্লে-অফের মঞ্চে উঠে আসে তারা। কানাডাকে ৭ উইকেটে,   নেদারল্যান্ডসকে ৬ উইকেটে আর আফগানিস্তানকে ৪০ রানে হারিয়ে চমক দেখায় দলটি। এরপর নামিবিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকেট পায় ওমান।

শুধু তাই নয়, আগামী চার বছরের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার যোগ্যতাও অর্জন করে রেখেছে দলটি।

আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং,  অ্যান্ড্রু পয়েন্টার, নেইল ও’ব্রায়েন, গ্যারি উইলসন, (উইকেটরক্ষক),  কেভিন ও’ব্রায়েন, অ্যান্ডি ম্যাকব্রিন/অ্যান্ড্রু বেলব্রিন, জর্জ ডকরিল, ম্যাক্স সরেনসেন, টিম মুরতাগ,বোয়েড র্যা্ঙ্কিন।

ওমান দল: সুলতান আহমেদ (আধিনায় ও উইকেটরক্ষক), জিসান মাকসুদ, জাতিন্দার সিং, আকিব সুলেহরি, আদনান ইলিয়াস, আমির কালিম, মেহরান খান, আমির আলী, সুফিয়ান মাহমুদ, মুনিস আনসারি, বিলাল খান।

আরএ/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।