ইউক্রেনকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৬ মে ২০২৩
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। সোমবার (১৫ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আকস্মিক যুক্তরাজ্য সফরের পর এ সিদ্ধান্তের কথা জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় বলেছে, যুক্তরাজ্য এরই মধ্যে ইউক্রেনকে শতাধিক বিমান প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দেবে বলে নিশ্চিত করেছে। পাশাপাশি কিয়েভকে ২০০ কিলোমিটারেরও (১২৪ মাইল) বেশি দূরত্বে হামলা করতে পারে এমন ড্রোনও দেওয়া হবে।

যুদ্ধ শুরুর পর যুক্তরাজ্যে নিজের দ্বিতীয় সফরে কট্টর মিত্র দেশকে ধন্যবাদ জানান জেলেনস্কি। সেখানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যুদ্ধটি শুধু ইউক্রেনের নিরাপত্তার সঙ্গে জড়িত নয়, পুরো ইউরোপের জন্যই এ যুদ্ধে ইউক্রেনের জয়লাভ করাটা গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্য গত সপ্তাহেই ইউক্রেনকে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয়। যুক্তরাজ্যই প্রথম কোনো পশ্চিমা দেশ, যারা ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার ঘোষণা দিলো। এখন কিয়েভকে আরও অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য।

সুনাকের সঙ্গে বৈঠকের আগে টুইট করেন জেলেনস্কি। তিনি বলেন, স্থল ও আকাশে ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে যুক্তরাজ্য নেতৃস্থানীয় ভূমিকা পালন করছে।

সুনাক জেলেনস্কিকে বলেন, আপনার নেতৃত্ব, সাহসিকতা ও দৃঢ়তা আমাদের সবার জন্য অনুপ্রেরণার।

এদিকে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলছে, যুক্তরাজ্যের এ সিদ্ধান্ত ‘অত্যন্ত নেতিবাচক’ ও এর ফলে যুদ্ধের গতিপথে কোনো ব্যাপক পরিবর্তন ঘটবে না।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেসব দেশ ইউক্রেনে অস্ত্র দিতে যাচ্ছে, তাদের মধ্যে যুক্তরাজ্য বেশ এগিয়ে। এ ধরনের সহায়তা স্পষ্টভাবেই ইউক্রেনকে আরও জটিল পরিস্থিতির মধ্যে ফেলবে।

গত কয়েকদিনে জেলেনস্কি যুক্তরাজ্যসহ ফ্রান্স, জার্মানি ও ইতালি সফর করেছেন। সফরকালে তিনি এসব দেশের কাছে আরও বেশি সাহায্য চেয়েছেন, কারণ ইউক্রেন রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের প্রতিরোধ লড়াইয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে উপরের দিকে রয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান দ্বিতীয়।

গত সপ্তাহেই যুক্তরাজ্য ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে জানায়। এ ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটারেরও (১৫৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সূত্র: আল জাজিরা

এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।