যৌন হয়রানি

ভারতের নতুন সংসদ ভবনের দিকে বিক্ষোভের চেষ্টা নারী অ্যাথলেটদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৮ মে ২০২৩

নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই দিল্লিতে তুলকালাম। সেখানে নারী অ্যাথলেটদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। মূলত সংসদ ভবনের দিকে অভিযান ঘিরে উত্তেজনা শুরু হয়। পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর এনডিটিভির।

জানা গেছে, অ্যাথলেটরা তাদের সমর্থকদের নিয়ে পুলিশের ব্যারিকেড টপকে নবনির্মিত সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় সাক্ষী মালিক, বিনেশ ফোগত ও সঙ্গীতা ফোগতার মতো অ্যাথলেটদের আটক করা হয়।

আরও পড়ুন>ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধন, বয়কট বিরোধীদের

অ্যাথলেটরা জানায়, তাদের জোর করে আটক করেছে পুলিশ। কিন্তু পুলিশ জানায় ব্যারিকেড ভেঙে প্রোটোকল লঙ্ঘন করেছে তারা।

মূলত গত কয়েক মাস ধরে যৌন হয়রানির অভিযোগে অ্যাথলেটরা দেশটিতে বিক্ষোভ করছে। এরই অংশ হিসেবে এদিন সেখানে বিক্ষোভ করে তারা।

আরও পড়ুন>২ হাজার রুপির নোট বাতিলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ: মমতা

ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। তিনি ক্ষমতাসীন বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। তার গ্রেফতারের দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ করছে নারী অ্যাথলেটরা।

এদিকে নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছেন বিরোধীরা।

নতুন সংসদ ভবন উদ্বোধন করতে রোববার (২৮ মে) সকাল সোয়া ৭টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকার ওম বিড়লা এসময়ে উপস্থিত ছিলেন।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।