ক্যামেরুনকে ‘বিভ্রান্ত’ বললেন ওবামা
২০১১ সালে লিবিয়ায় হস্তক্ষেপের পর বিভ্রান্ত হয়ে উঠেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন। এমন মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ওবামার বরাত দিয়ে আটলান্টিক ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরুন ওই অপারেশন নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু লিবিয়া এখন বিশৃঙ্খলায় পরিণত হয়েছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওবামা ক্যামেরুনকে আগে থেকেই সতর্ক করেছিলেন। লিবিয়ায় বহু কঠিন মুহূর্তকে মোকাবেলা করতে হচ্ছে। তবে লিবিয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের অবদানকে গভীরভাবে মূল্যায়ন করে হোয়াইট হাউজ।
লিবিয়ায় গাদ্দাফি সরকারের পতনের পর বেসামরিকদের সুরক্ষা করতে বিমান হামলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। সেসময় দেশটির বিষয়ে হস্তক্ষেপ করেছিল ফ্রান্স এবং যুক্তরাজ্য।
টিটিএন/এবিএস