ইসলাম নিয়ে বিতর্কে মুখোমুখি ট্রাম্প-রুবিও


প্রকাশিত: ০৮:৪১ এএম, ১১ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী মার্কো রুবিও এবং ডোনাল্ড ট্রাম্প টেলিভিশনে এক বিতর্কে মুখোমুখি হয়েছেন। ইসলাম ও মুসলমানদের নিয়ে মিয়ামে অনুষ্ঠিত ওই বিতর্কে সরাসরি ট্রাম্পকে এক হাত নিয়েছেন রুবিও।

এর আগে বুধবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসলাম এবং মুসলমানরা আমাদের ঘৃণা করে। তাদের কাছে আমাদের জন্য ভয়ঙ্কর ঘৃণার কিছু বিষয় রয়েছে। ইসলাম যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে এমনটাই মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের ওই মন্তব্যকে কেন্দ্র করে ট্রাম্পকে সরাসরি আক্রমণ করেছেন রুবিও। তিনি বলেন  আমি মনে করি ইসলামে  মৌলবাদী সমস্যা আছে কিন্তু আমেরিকার অনেক মুসলমানই গর্বিত ।

একজন রাষ্ট্রপতি তার মন যা চায় তাই বলতে পারেন না। কারণ এর একটা পরিণতি আছে। রুবিওর এই মন্তব্যের পর উপস্থিত দর্শকরা হাত তালি দিয়ে তাকে সমর্থন জানায়।

ইসলাম ও মুসলমানদের বিষয়ে এধরনের বিতর্কে ট্রাম্পের সঙ্গে একমত নন রিপাবলিকান দলের অন্য প্রার্থীরা। এ ছাড়া  ক্ষমতায় গেলে সন্ত্রাসবাদীদের পরিবারকেও হত্যা করার যে অভিব্যক্তি প্রকাশ করেছেন ট্রাম্প সেবিষয়েও তার সঙ্গে দ্বিমত পোষণ করেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।