বেলুচিস্তানে ভবনধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু


প্রকাশিত: ১১:৪৮ এএম, ১১ মার্চ ২০১৬

বেলুচিস্তানে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভবনধসের ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার শেরানি জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। খবর ডনের।

খবরে বলা হয়েছে, শেরানি জেলার ঝোবসহ বেশ কিছু এলাকায় ভারি বর্ষণের কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে ভবনধসের ঘটনায় একই পরিবারের মা, তার তিন মেয়ে এবং এক ছেলের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ভবনের ধ্বংসস্তুপের নিচ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

টিটিএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।