আফগানিস্তান-জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৫:০৭ এএম, ১২ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ "বি" এর গুরুত্বপূর্ণ খেলায় আজ (শনিবার) নাগপুরে আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। এ ম্যাচের জয়ী দল বাছাইপর্ব থেকে নিশ্চিত করবে সুপার টেনে খেলা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

আজকের ম্যাচে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে দু`দল। জিম্বাবুয়ে দলে পিটার মুর-চামু চিবান্ডার পরিবর্তে মাঠে দেখা যেতে পারে ম্যালকম ওয়ালাকে। অন্যদিকে আফগানিস্তান দলে হামিদ হাসানের পরিবর্তে দেখা যেতে পারে আমির হামজাকে।

দেখে নেয়া যাক আফগানিস্তান ও জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ:

জিম্বাবুয়ে :
হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্ডা, রিচমন্ড মুটুম্বামি (উইকেট রক্ষক), সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর/চামু চিবান্ডা/ ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, টিনাসে পানিয়াঙ্গারা, টেন্ডাই চাতারা।

আফগানিস্তান :
মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক) , নুর আলি জর্ডান, আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবাদ্দিন নাইব, শফিকুল্লাহ, দৌলত জর্ডান, নাজিবুল্লাহ জর্ডান, সামিউল্লাহ শেমওয়ারি, রশিদ খান, হামিদ হাসান/আমির হামজা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।