ভারত
ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি রেলমন্ত্রীর

ভারতের উড়িষ্যায় ভয়াবহ রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। খবর এনডিটিভির।
রোববার (৪ জুন) রেলমন্ত্রী দাবি করেন, এই দুর্ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে। রেলমন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা।
আরও পড়ুন>ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল একই পরিবারের তিনজনের প্রাণ
শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার পরেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী। তারপরেই জানান, এই বিপর্যয়ের প্রকৃত কারণ এরই মধ্যে জানা গেছে। তবে রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি।
তিনি বলেন, এই ঘটনার নেপথ্যে যে অপরাধীরা রয়েছে তাদেরও চিহ্নিত করা গেছে। তবে এই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, প্রশাসনের থেকে ঘটনার বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তারভিত্তিতেই তদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রণালয়। যদিও প্রশ্ন উঠছে, ঘটনার রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও সিবিআই তদন্তের নির্দেশ কেন?
আরও পড়ুন>মাথা বিচ্ছিন্ন-মুখ পুড়ে গেছে, মরদেহ শনাক্ত করা যাচ্ছে না
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে বলেন, তদন্ত নিজেদের হাতে রাখতেই সিবিআই। ওখানে বহু দক্ষ অফিসার আছেন। কিন্তু উপর থেকে বিজেপি প্রভাবিত করে। কোনো কোনো ব্যক্তির ঘাড়ে দায় চাপিয়ে রেল দপ্তরের গাফিলতি এড়ানোর জন্য এই চটকদারি ও প্রচারমুখী চাল নয়তো? রেল ও সিবিআই, দুটির রিমোট কন্ট্রোল তো একই হাতে। এই তদন্তের উদ্দেশ্য ও উপসংহার জানা।
এমএসএম