বিতর্কিত দ্বীপে চলাচল করবে চীনের বিমান


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১২ মার্চ ২০১৬

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জে বেসামরিক যাত্রীবাহী বিমান চালু করার ঘোষণা দিয়েছে চীন। সানশা নগরী থেকে এ বিমান চীনের মূল ভূখণ্ডে চলাচল করবে।

এর আগে উডি দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। সেই অস্থিরতার রেশ কাটতে না কাটতেই এমন ঘোষণা দিল বেইজিং।

এদিকে বিতর্কিত ওই দ্বীপপুঞ্জ নিয়ে চীনের এমন দৃঢ় অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বেসামরিক বিমান চলাচল শুরু হলে এ দ্বীপপুঞ্জে নিয়ে চলমান পরিস্থিতি আরো জটিল হবে বলে দাবি করেছেন দেশটির উর্ধ্বতন কর্মকর্তারা।

তবে চীন ছাড়াও ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান এ দ্বীপপুঞ্জের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করছে ।

আঞ্চলিক এ বিরোধে চীনের বিরুদ্ধে ফিলিপাইন, জাপান ও তাইওয়ানের মতো মিত্রদেশগুলোর পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।