উত্তর কোরিয়ার ডুবোজাহাজ নিখোঁজ


প্রকাশিত: ১০:০৬ এএম, ১২ মার্চ ২০১৬

উপকূলে টহল দেয়ার সময় উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজ নিখোঁজ হয়েছে। চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার উপকূলে টহলরত ওই জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট, বিমান ও জাহাজ নজর রাখছে। উত্তর কোরিয়ার নৌবাহিনী নিখোঁজ ডুবোজাহাজের সন্ধানে তল্লাশি শুরু করেছে। নিখোঁজ ডুবোজাহাজটি সাগরে ডুবে গেছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নয় ওয়াশিংটন। কর্মকর্তাদের ধারণা সামরিক মহড়ার সময় জাহাজটি অকেজো হয়ে পড়তে পারে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে ইউএসএনআই নিউজ জানায়, জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থবারের মতো পরমাণু পরীক্ষা চালায়। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সমুদ্রে স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে। তারা বলছে, পূর্ব উপকূলবর্তী ওনসান শহর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি প্রায় ৫০০ কিলোমিটার উড়ে গিয়ে সাগরে বিস্ফোরিত হয়। এছাড়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে কোরীয় উপদ্বীপে উত্তেজনা রয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।