এবার অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন দেশি-বিদেশি ৩০০ বিশিষ্টজন
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত বিষয়ে এবার ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন প্রখ্যাত মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ অর্থার একারলফসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্টজনেরা।
তারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভূমিকার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন>সংকট কাটছে শ্রীলঙ্কার, তুলে নিচ্ছে আমদানি বিধিনিষেধ
এই চিঠিতে স্বাক্ষর করেছেন, ভারতের বিশিষ্ট জনসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা। এছারাও রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর সুপ্রিয় ঠাকুরও স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩০০ জন বিশিষ্টজন এবার অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন।
স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন আমেরিকার ইউনিভার্সিটি অব অ্যালাবামা অ্যাট হান্টসভিলের অ্যান্টনি ডি'কস্টা, ব্রিটেনের ডারহ্যাম ইউনিভার্সিটি বিভাস সাহা, আমেরিকার বস্টন কলেজের চার্লস ডাবার, ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের জেমস কে বয়েস ও জয়তী ঘোষ, কানাডার ডালহৌসি ইউনিভার্সিটির নিসিম মান্নাথুকারেন, আবুধাবির ব্রাইট রাইডাস স্কুলের নোরিন মুখিয়া, বৃটেনের ব্রুনেই ইউনিভার্সিটি সুগত ঘোষ, জাপানের হিতোৎসুবাশি ইউনিভার্সিটির তাকাশি কুরোসাকি।
আরও পড়ুন>ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষে ভারত
এছাড়া আসাম বিশ্ববিদ্যালয়ে দেবাশীষ সেনগুপ্ত, ত্রিপুরার বিশ্ববিদ্যালয় দিলীপ রানা, দিল্লি বিশ্ববিদ্যালয় এনা পান্ডা, জামিয়া মিলিয়া ইসলামিয়ার হাফিজ আহমেদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্টজনেরা।
চিঠিতে দাবি করা হয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে আক্রমণ করছে। উপাচার্য ভুলভাবে সরকারের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ১৩ ডেসিমেল জমি জোরপূর্বক দখল করে রেখেছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সর্বোচ্চ নিন্দার শিকার হন বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এমনকি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচী-তে নোটিশ লাগিয়ে দিতে দেখা গেছে। জমি সংক্রান্ত বিষয়টির নিস্পত্তির জন্য আদালত পর্যন্ত গড়ায়।
অমর্ত্য সেনের জমি বিতর্কে প্রতিবাদে সরব হতে দেখা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী থেকে শুরু করে শিল্পী যোগেন চৌধুরী, পরিচালক গৌতম ঘোষসহ পশ্চিমবঙ্গের সৃজনশীল সমাজের মানুষদের।
ডিডি/এমএসএম