সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ জুন ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১০ জুন ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ড্রোন উৎপাদনের কারখানা তৈরিতে রাশিয়াকে সাহায্য করছে ইরান

মস্কোতে ড্রোন উৎপাদনের কারখানা তৈরি করতে রাশিয়াকে সাহায্য করছে ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে।

ঋণ পাহাড়সম, তবু সরকারি কর্মীদের ৩৫ শতাংশ বেতনবৃদ্ধি পাকিস্তানে

সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। তার আগে গত শুক্রবার (৯ জুন) শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। তবে নির্বাচনমুখী বাজেটে বড় কোনো চমকের পথে হাঁটেনি শাহবাজ় শরীফের সরকার। বরং বাজেটের অর্ধেকেরও বেশি টাকা ঋণ মেটানোর জন্য তুলে রাখা হচ্ছে। তার ওপর, পাহাড়সম ঋণের চাপ সত্ত্বেও সরকারি কর্মীদের বেতন একলাফে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে পাকিস্তানের মন্ত্রিসভা।

শক্তি বাড়িয়েই চলেছে ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’: আইএমডি

অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পরেও শক্তি বাড়িয়ে চলেছে ‘বিপর্যয়’। আরব সাগরে অবস্থান করা ঝড়টি পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হবে। শনিবার (১০ জুন) এক পূবার্ভাসে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

দু’সপ্তাহ নয়, ৪০ দিন পর উদ্ধার হলো আমাজনে হারিয়ে যাওয়া সেই ৪ শিশু

আমাজনের গভীর জঙ্গলে প্লেন বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রাপ্তবয়স্ক তিন আরোহী। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে চার শিশু, যাদের মধ্যে একজনের বয়স মাত্র ১২ মাস। আরও আশ্চর্যজনক বিষয় হলো, দুর্ঘটনার ৪০ দিন পরে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে চারজনকেই।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই ঝরলো প্রাণ

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই চললো গুলি। তাতে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে জেলার খরগ্রাম থানার রতনপুর নলদীপ গ্রামের এক কংগ্রেস কর্মীর। নিহতের নাম ফুলচাঁদ শেখ, বয়স ৪২ বছর।

পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা বরিস জনসনের

পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাবিধি লঙ্ঘনজনিত ‘পার্টি গেট’ কেলেঙ্কারির ঘটনায় তার বিরুদ্ধে হওয়া তদন্তের প্রতিবেদনের জেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

পারমাণবিক কর্মসূচির গোপন নথি বাথরুমে রাখেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রের শত শত সরকারি স্পর্শকাতর নথিপত্র যথাযথভাবে না রাখার অভিযোগ আনা হয়েছে। এসব নথির মধ্যে পারমাণবিক কর্মসূচির গোপন নথি ও সামরিক পরিকল্পনার কাগজপত্রও রয়েছে।

এবার অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন দেশি-বিদেশি ৩০০ বিশিষ্টজন

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি সংক্রান্ত বিষয়ে এবার ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন প্রখ্যাত মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জর্জ অর্থার একারলফসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্টজনেরা।

সংকট কাটছে শ্রীলঙ্কার, তুলে নিচ্ছে আমদানি বিধিনিষেধ

অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তাই ২৮৬টি পণ্যের ওপর দেওয়া আমদানি বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটি। শনিবার (১০ জুন) শ্রীলঙ্কার অর্থমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।