আলাস্কায় ৬.৩ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০ টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
তবে ভূমিকম্পটি থেকে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সুনামি অ্যালার্টের এক টুইটার বার্তায় বলা হয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
এদিকে শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
টিটিএন/এমএস