চকরিয়ায় বিএনপির নির্বাচনী পথসভায় হামলা, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৪ মার্চ ২০১৬

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর ধানের শীষের পথসভায় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দা ও জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হকসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পৌরশহরের গ্রামীণ ব্যাংক সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দারকে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎস্যক। এ ঘটনায় পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে।

চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াসউদ্দিন সাংবাদিকদের অভিযোগ করেছেন, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গ্রামীণ ব্যাংক সেন্টার এলাকায় ধানের শীষের সমর্থনে পথসভা চলছিল। ওইসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন বক্তৃতা করছিলেন। ঠিক ওই সময়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থক ও দুর্বৃত্তরা এতে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে। হামলায় মেয়র প্রার্থী নুরুল ইসলাম হায়দার, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ এনামূল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিনসহ ২০ জন আহত হন।

বিএনপি নেতা মোবারক আলী ও এম গিয়াসউদ্দিন জানান, তারাও হামলার শিকার হয়েছেন। আহত মেয়র প্রার্থী আলহাজ নুরুল ইসলাম হায়দারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


তবে ঘটনার ব্যাপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএনপির পথসভায় আমার কোনো সমর্থক হামলা করেনি। মূলত বিএনপির লোকজন ভোটারদের সহানুভুতি আদায় করতে কৌশলের আশ্রয় নিয়ে নিজেরাই এ ঘটনা সাজিয়েছে।

চকরিয়া উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ছাবের বলেন, সোমবার রাত সাড়ে ৭টার দিকে হামলার ঘটনায় আহত দুইজন চকরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে এনামুল হককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত অপরজন নুরুল ইসলাম হায়দারের মাথা, বুক ও বাম পায়ে আঘাতের চিহৃ রয়েছে।

তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা অনুযায়ী আহত দুইজনের ইনজুরি বলতে ফুলা জখম ও ব্যাথা জখম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তবে নুরুল ইসলাম হায়দারকে প্রাথমিক চিকিৎসা দিলেও বুকে ব্যাথা বাড়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, বিএনপি পথসভা শেষ করার পর নৌকা প্রতীকের সমর্থিত লোকজন অন্যদিক থেকে মিছিল নিয়ে আসায় সেখানে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। কোনো গুলাগুলির ঘটনা ঘটেনি। তবে ঘটনার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।