সিরিয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে কথা বলবেন কেরি


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৬ মার্চ ২০১৬

সিরিয়া সম্পর্কে আলোচনা করতে সামনের সপ্তাহে রাশিয়ায় সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মস্কো সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর এই সিদ্ধান্ত নিলেন কেরি।

এ সম্পর্কে কেরি বলেন, জাতিসংঘের উদ্যোগে জেনেভায় শান্তি আলোচনা এবং সিরিয়া থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়তোবা সিরিয়ার দীর্ঘদিনের যুদ্ধ অবসানের জন্য সবচেয়ে ভালো সুযোগ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর মঙ্গলবার থেকেই রুশ সেনাবিাহিনী এবং যুদ্ধ বিমান সিরিয়া ছাড়তে শুরু করেছে।

তবে সিরিয়া থেকে অন্য সব সেনা প্রত্যাহার করা হলেও দেশটির তারতুস বন্দর ও লাটাকিয়া প্রদেশের হিমেইমিম বিমান ঘাঁটিতে সেনারা অবস্থান করবেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।