বিএনপির কাউন্সিলে আমন্ত্রণ পাচ্ছেন শেখ হাসিনা


প্রকাশিত: ১০:৩৭ এএম, ১৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

নিজেদের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবে বিএনপি। বুধবার বিকেলেই ধানমণ্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনার আমন্ত্রণপত্র নিয়ে যাবেন বিএনপি নেতারা।

স্বেচ্ছাসেবক দল নেতা অধ্যাপক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপির দফতর থেকে একটি প্রতিনিধি দল ধানমণ্ডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীকে আমন্ত্রণপত্র দিতে যাবেন।

তবে এ প্রতিনিধি দলে বিএনপির কোনো শীর্ষ নেতা থাকছেন না বলেও জানান আমিনুল।  

এর আগের কাউন্সিলে দেশি-বিদেশি অনেক রাজনৈতিক দল ও সংগঠনকে কাউন্সিলের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি।

আসছে ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দলের নেতৃত্ব দেয়ার জন্য পুনর্নির্বাচিত হয়েছেন।  

এমএম/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।