সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ জুলাই ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ উন্নতি বাংলাদেশের
শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। এই সূচকে বাংলাদেশ পাঁচ ধাপ এগিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ মঙ্গলবার নতুন এই সূচক প্রকাশ করেছে। সূচক অনুযায়ী, শক্তিশালী পাসপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ ৯৬তম তালিকায় অবস্থান করছে। একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কতগুলো দেশে ভ্রমণ করতে পারেন তার ওপর নির্ভর করে এই সূচক তৈরি করা হয়।
উত্তরাখণ্ডে ট্রান্সফর্মার বিস্ফোরণে নিহত ১৫
উত্তরাখণ্ডে একটি ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্য এবং তিনজন গার্ড রয়েছেন। একটি সেতুতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
কলম্বিয়ায় ভারী বৃষ্টি-ভূমিধসে ১২ জনের মৃত্যু
কলম্বিয়ায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২০ জন। দেশটির মধ্যাঞ্চলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। কান্দিনামার্কা প্রদেশের রাজধানী বোগোটার দক্ষিণ-পূর্বের কুয়েটামের গ্রামীণ পৌরসভায় গত মঙ্গলবার ভূমিধসের ঘটনা ঘটে।
উত্তর কোরিয়ায় মার্কিন সেনার অনুপ্রবেশ, নিশ্চুপ পিয়ংইয়ং
সম্প্রতি উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেছেন এক মার্কিন সেনা। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে তিনি উত্তর কোরিয়ার সীমানায় পৌঁছান। তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অনুমতি ছাড়াই দক্ষিণ কোরিয়ার সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জাতিসংঘ নিশ্চিত করেছে।
আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের প্রতিবাদে রাস্তায় নারীরা
আফগানিস্তানে বিউটি পার্লারগুলো চালু রাখার দাবিতে রাস্তায় নেমেছেন নারীরা। সম্প্রতি দেশটির সব বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় তালেবান। এর প্রতিবাদে বুধবার (১৯ জুলাই) কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন একদল নারী। তাদের অভিযোগ, বিউটি পার্লার বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের রুটি-রুজি কেড়ে নেওয়া হচ্ছে।
গ্রেফতার আতঙ্কে ট্রাম্প
গ্রেফতার হতে পারেন এমন আতঙ্কে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা তদন্তে এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করার দায়ে তাকে গ্রেফতার করা হতে পারে বলে তিনি মনে করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রোববার রাতে সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ তাকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে তদন্ত চলছে।
সরকার কী উল্টাবে, নিজেরাই কাঁপছে: বিজেপিকে মমতার খোঁচা
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার আর থাকবে না। একের পর এক বিজেপি নেতা সম্প্রতি এই ধরনের মন্তব্য করছেন। এর জবাব দিতে গিয়ে বুধবার (১৯ জুলাই) বিজেপিকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রতিপক্ষকে খোঁচা দিয়ে তার মন্তব্য, আগে একটা বালতি উল্টে দেখাক, তারপর সরকার উল্টোনোর কথা বলবে।
শিশু গৃহকর্মীকে নির্যাতন: পাইলট তরুণী ও স্বামীকে গণপিটুনি
বা়ড়িতে পরিচারিকার কাজ করতে আসা ১০ বছরের শিশুকে শারীরিক নির্যাতন করার অভিযোগে দিল্লির এক দম্পতিকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই গণপিটুনির ভিডিও। অভিযুক্ত দম্পতিকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
‘পাকিস্তানি ভাবিকে’ নিয়ে বিপাকে ভারত
‘প্রেমের টানে’ পাকিস্তান থেকে চলে আসা আলোচিত সীমা হায়দারকে নিয়ে বেশ ধন্দের মধ্যে পড়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত তাকে টানা জেরা করেছে উত্তর প্রদেশের সন্ত্রাস দমন ইউনিট (এটিএস)। জিজ্ঞাসাবাদ করা হয়েছে সীমার ভারতীয় স্বামী এবং শ্বশুরকেও।
চাকরিতে যোগদানের প্রথম দিনেই ঘুস, সরকারি কর্মকর্তা গ্রেফতার
চাকরিতে যোগদানের প্রথম দিনেই ঘুস নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ভারতের ঝাড়খণ্ডের সরকারি এক কর্মকর্তা। আট মাস আগে ঝাড়খণ্ডের কোডারমার সমবায় বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে যোগ দেন তিনি। প্রথম অফিসে যোগ দিয়েই বেসরকারি একটি প্রতিষ্ঠানের কাছে ঘুস দাবি করে দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) ফাঁদে ধরা পড়েন তিনি।
কেএএ/জেআইএম