৭১-এর বদলাই ছিল কারগিল যুদ্ধ: মুশারফ


প্রকাশিত: ০২:২১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৪

১৯৭১-এর পরাজয়ের বদলাই ছিল কারগিল যুদ্ধ। বুধবার একথা নিজের মুখে জানালেন কারগিল যুদ্ধের মাস্টারমাইন্ড, পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ।

তাঁর মোদ্দা কথা, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ গঠনে ভারতের ভূমিকারই জবাব ছিল ’৯৯-এর কারগিল যুদ্ধ। টিট-ফর ট্যাট নীতিতে বিশ্বাসী মুশারফ কারগিল যুদ্ধকে বাংলাদেশ যুদ্ধের বদলা বলেই এদিন উল্লেখ করেন। এমনকী ভারত সিয়াচেন দখল করতে চেয়েছিল বলেও দাবি তাঁর। ভারতের এই পদক্ষেপের জন্যই কারগিল যুদ্ধ হয়েছে। রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত মুশারফ ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে বলেন, বন্ধুত্ব তখনই সম্ভব, যখন তাতে সমতা বজায় থাকে। পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনই তার একটি প্রধান শর্ত।

সেই বন্ধুত্বের ক্ষেত্রে ভারত যদি এক পা এগয়, তাহলে পাকিস্তান দু’ কদম এগবে। একইসঙ্গে তিনি বলেন, মোদীর ভারতের সঙ্গেও বন্ধুত্ব গড়তে কোনও অসুবিধা নেই৷ কিন্তু তাই বলে ভারতের কাছে পাকিস্তান মাথা নত করতে পারে না। কিংবা ভারতের আগ্রাসনও মেনে নিতে পারে না। - কলকাতা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।