বিএনপির কাউন্সিলকে ঘিরে তীব্র যানজট


প্রকাশিত: ০৪:০৭ এএম, ১৯ মার্চ ২০১৬

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলছে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। শনিবার সকাল থেকে শুরু হওয়া কাউন্সিলের কারণে যানজট ছড়িয়ে পড়ছে রাজধানীজুড়ে। কাউন্সিলস্থলসহ আশেপাশের এলাকার সড়কে বিএনপি নেতাকর্মীদের ঢল যত বেড়েছে রাস্তায় যানবাহনের গতি ততটাই কমেছে। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে সাধারণ মানুষদের।

ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে দেশের অন্যতম বৃহৎ এ রাজনৈতিক দল বিএনপির কাউন্সিল। তাই কাউন্সিলকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

অনেকদিন পর নেতাকর্মীরা একত্রিত হতে পেরে যেন বাঁধভাঙা আনন্দে মেতেছেন। কাউন্সিল উপলক্ষে শুধু আমন্ত্রিত অতিথিরাই নয় নিজ উদ্যেগেই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকেই। আগত নেতাকর্মীদের মুহুর্মুহু করতালি আর স্লোগানে প্রকম্পিত হচ্ছে কাউন্সিলস্থলসহ আশেপাশের এলাকা।

এএসএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।